breaking news

Breaking News
Loading...

নতুন কর্মসূচি নিয়ে মাঠে আসছে বিএনপি



প্রায় বিগত এক বছর  ধরে মাঠের আন্দলোনে বিএনপি। সর্বশেষ নয়াপল্টন মহাসমাবেশ থেকে সরকার পতনের একদফার দাবী আদায়ে  ঢাকার প্রবেশ পথে অবস্থান কর্মসূচিতে সরব দেখা বিএনপির নেতাকর্মীদের তবে সেদিন পুলিশসহ আওয়ামীলীগ এর সাথে বেশ কিছু জায়গায় সংঘর্ষর ঘটনা ঘটে। এতে বিএনপির সিনিয়র নেতাসহ অসংখ্য নেতাকর্মীরা আহত হন।তারপর থেকে বিএনপির ১ দফা আন্দলোনে মাঠে দেখা যায়নি । কিন্তু এমন তা জানতে  বিএনপির ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট আজম খান বলেন " গণতান্ত্রিক আন্দলোনের রুপটাই এমন,  যে একসময় খুব উপরে যাবে আবার একসময় নিচে যাবে, একসময় তৃনমূলে যাবে সেখান থেকে আবার কেন্দ্রে আসবে তার একসময় দেখা যাবে যে গণঅভ্যুত্থান হয়ে গেছে।  তিনি আরো বলেন নতুন কর্মসূচি আসবে এবং সকল কর্মসুচিই শান্তিপূর্ণ হবে। আসলে গণতান্ত্রিক আন্দলোনে একভাবেই সফলতা আসে বলে তিনি মনে করেন"।  এনিয়ে কোনো কোনো সুত্র থেকে জানা যাচ্ছে, বিএনপির যুগপৎ আন্দলোনের শরীক দলগুলোর সাথে আলাপ-আলোচনা করে নতুন কর্মসূচিতে যাবে বিএনপি।  তারা চাইছে তাদের মতামত নিয়ে এমাসেই তারা কঠোর আন্দলোনে যাবে তবে তারা তাদের সমমনা দলগুলো নিয়ে মাঠে নামার কথাও জানিয়েছে। এ নিয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন আমরা সাধারন মানুষের মতামত নিয়ে আন্দলোন চালিয়ে যাচ্ছি।  তাই জনগনের প্রত্যাশা পূরনে যে ধরনের কর্মসূচি দেয়া প্রয়োজন হবে সেটাই দেয়া হবে।   সাধারন মানুষ আজ যে দাবীতে মাঠে নেমে এসেছে তা সফল হবেই। বিএনপির সিনিয়র নেতাদের দাবী গণতান্ত্রিক আন্দলোনে রাস্তায় নেমে এসেছে মানুষ তাই সরকার যতই নির্যাতন-নিপীড়ন করুক দমানো যাবে না এ মানুষ তারই উদাহরণ বিগত কয়েকটি সমাবেশ প্রত্যেকটি সমাবেশেই সাধারন মানুষের ঢল দেখা গেছে। বিশ্লেষক মহল সূত্রে জানা গেছে বিএনপি  কিছুদিন  কৌশলী অবস্থানে থেকে জনগনের সম্পৃক্ততা আরো জোরালো করে সমমনা দলগুলোর সাথে আগস্টের শেষের দিকেই কঠোর আন্দলোনে যাবে আর সেখান থেকেই তাদের দাবী আদায় হবে। বিএনপির পর্যটকমহল মনে করছে এটাই তাদের সর্বশেষ আন্দলোন এই এই কর্মসূচিতেই সরকারের পতন হবে

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ