ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চায় বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক। নয়াদিল্লি সফর থেকে ফিরে আজ বৃহস্পতিবার আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘বিজেপিকে জানুন’ কর্মসূচির অংশ হিসেবে দলটির আমন্ত্রণে আব্দুর রাজ্জাকের নেতৃত্বে আওয়ামী লীগের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সম্প্রতি নয়াদিল্লি সফর করে। ওই সফরের বিষয়ে জানাতে আজকেরএই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
india bangladesh relationship
সফরে আওয়ামী লীগের প্রতিনিধিদলটি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কেন্দ্রীয় সভাপতি জে পি নাড্ডা, ভারতের রাজ্যসভার নেতা পীযূষ গয়ালসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে বৈঠক করে।
সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, ‘ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আমরা বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা দেখতে চাই, সুষ্ঠু নির্বাচন দেখতে চাই। আন্তর্জাতিক পর্যায়ে তারা আমাদের সাহায্য করবে বলেও তিনি জানিয়েছেন।’আগামী সেপ্টেম্বরে ভারতে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জয়শঙ্করের বরাত দিয়ে জানান আব্দুর রাজ্জাক।
সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক বলেন, ‘এ মুহূর্তে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক অনেক উঁচুতে। দ্বিপক্ষীয় সফরের কারণে এ সম্পর্ক আরও মজবুত হয়েছে। এটি দলীয় সফর। জেপি নাড্ডা (বিজেপির কেন্দ্রীয় সভাপতি) জানিয়েছেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে অতীতের মতো সামনেও একসঙ্গে কাজ করবে। আমরাও তাদের বলেছি, দ্বিপক্ষীয় সম্পর্কে আমরা ভারতকে অনেক গুরুত্ব দিয়ে থাকি।’
সংবাদ সম্মেলনে ভারত সফরে যাওয়া প্রতিনিধিদলের অন্যান্য সদস্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ, দলের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, নির্বাহী সদস্য মেরিনা জাহান ও সংসদ সদস্য আরমা দত্ত উপস্থিত ছিলেন। এ ছাড়া আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নির্বাহী সদস্য আবদুল আউয়াল শামীম ও উপদপ্তর সম্পাদক সায়েম খান উপস্থিত ছিলেন।

0 মন্তব্যসমূহ