আগামী ১৭ আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। এ পরীক্ষা পেছানোর ও ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবিতে কয়েকদিন আগে কিছু শিক্ষার্থী রাজধানীর সায়েন্সল্যাব ও শাহবাগে আন্দোলন করেছে। এবার আজ বৃহস্পতিবার দুপুরে (১০ আগস্ট) কিছু শিক্ষার্থী ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সামনে ৫০ নম্বরে পরীক্ষা নেওয়ার দাবিতে আন্দোলন ও বিক্ষোভ করেছেন কিছু শিক্ষার্থী। তারা প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করেন।
বৃহস্পতিবার কিছু শিক্ষার্থী রাজধানীর বকশিবাজারে ঢাকা শিক্ষা বোর্ডের প্রধান ফটকের সামনে জড়ো হন। পরে সেখানে এইচএসসি পরীক্ষা ৫০ নম্বরের নেওয়ার দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে ৫০ নম্বরে নেওয়ার দাবিতে শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর স্মারকলিপি দিয়েছেন ওই শিক্ষার্থীরা। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরারার স্মারকলিপি দিয়ে আগামী রোববার পর্যন্ত শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করেন।
0 মন্তব্যসমূহ